বুধবার, ১২ মার্চ ২০২৫
১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা

টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা

যুক্তরাজ্যের সিটি মিনিস্টার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস

যুক্তরাজ্যের সিটি মিনিস্টার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, টিউলিপ লন্ডনে যে সম্পদ ব্যবহার করছেন, তার উৎস তদন্ত করা উচিত। যদি প্রমাণ হয় যে এই সম্পদ অবৈধভাবে অর্জিত, তাহলে তা ফেরত দেওয়া প্রয়োজন।

ঢাকায় সরকারি বাসভবন যমুনায় ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, শেখ হাসিনার শাসনামলে টিউলিপ ও তার পরিবার যে সম্পত্তি ভোগ করেছেন, তার জন্য ক্ষমা চাওয়া উচিত। তিনি আরও বলেন, টিউলিপ দুর্নীতি দমন মন্ত্রী হিসেবে কাজ করছেন, অথচ তার পরিবারই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। এটি অত্যন্ত হাস্যকর। তিনি যদি দায়িত্ব পালনে আন্তরিক হন, তবে তার লন্ডনের বাড়িগুলোসহ অন্যান্য সম্পদের উৎস সম্পর্কে জনগণকে স্বচ্ছ ব্যাখ্যা দিতে হবে।

সানডে টাইমস তাদের অনুসন্ধানে জানিয়েছে, টিউলিপ সিদ্দিক বহু বছর ধরে একটি বাড়িতে বাস করছেন, যা দুই বাংলাদেশি ব্যবসায়ী একটি অফশোর কোম্পানির মাধ্যমে কিনেছিলেন। অথচ টিউলিপ বরাবরই আর্থিক স্বচ্ছতার পক্ষে কথা বলেছেন। এছাড়া, শেখ হাসিনার সরকারের শাসনামলে রাশিয়ার সঙ্গে পারমাণবিক শক্তি চুক্তিতে টিউলিপের মধ্যস্থতার বিষয়টিও উঠে এসেছে। এতে আর্থিকভাবে উপকৃত হয়েছেন টিউলিপ, যা বর্তমানে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে।

টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে ওঠা সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে ব্যাপক গণঅভ্যুত্থান শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। পালানোর আগে তিনি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে শত শত মানুষকে হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, জোরপূর্বক গুম এবং ব্যাপক দুর্নীতির অভিযোগও রয়েছে।

-সায়মন ইসলাম

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments