গাজীপুর জেলা কারাগারে শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলামের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তিনি শ্রীপুর উপজেলার সিংদিঘী গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে।
জেলার মুশফেকুর রহমান জানান, শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলামে ডায়াবেটিক ও হৃদরোগে ভুগছিলেন। কারা হাসপাতালের পরামর্শে গত ১০-১২দিন ধরে কারাগারের হাসপাতালে ভর্তি রেখে তার চিকিৎসা চলছিল। শুক্রবার বেলা সোয়া ৪টার দিকে বুকে ব্যাথা অনুভব করলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সবশেষ বিকেল ৫টা ২০ মিনিটে হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
-সায়মন ইসলাম