বাংলাদেশে প্রথমবারের মতো রিওভাইরাস শনাক্ত হয়েছে, যা স্বাস্থ্য বিভাগের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
ইনস্টিটিউট অব এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (IEDCR) পাঁচজন মানুষের দেহে এই ভাইরাসের উপস্থিতি পেয়েছে।
২০২৪ সালে নিপাহ ভাইরাসের লক্ষণসহ রোগী হওয়া ব্যক্তিদের পরীক্ষা করার সময় প্রথমবারের মতো রিওভাইরাস শনাক্ত হয়। IEDCR এর পরিচালক তাহমিনা শিরিন UNB কে জানিয়েছেন যে, আক্রান্ত পাঁচজনই শীঘ্রই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং তাদের অবস্থা গুরুতর ছিল না। পক্ষ থেকে জানানো হয়েছে, রিওভাইরাসের সংক্রমণ এখন পর্যন্ত কোনোভাবে ব্যাপক আকার ধারণ করেনি। আক্রান্তদের মধ্যে নিপাহ ভাইরাসের কোনো লক্ষণও পাওয়া যায়নি, এছাড়া, এই ভাইরাসের উপস্থিতি IEDCR এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণার মাধ্যমে শনাক্ত হয়েছে। ভাইরাসটির প্রাথমিক লক্ষণ এবং চিকিৎসা নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ চলছে এবং স্বাস্থ্য বিভাগের মতে এইভাইরাসে বিশেষ কোনো হুমকি নেই।
এটি প্রথমবারের মতো রিওভাইরাস শনাক্ত হওয়ায় বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
-সায়মন ইসলাম