বুধবার, ১২ মার্চ ২০২৫
১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মায়ের জন্য খাবার নিয়ে হাসপাতলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

মায়ের জন্য খাবার নিয়ে হাসপাতলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য রান্না করা খাবার নিয়ে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

স্থানীয় সময় শুক্রবার (১০ জানুয়ারি) সকালে কনকনে শীত উপেক্ষা করে তিনি লন্ডন ক্লিনিকে যান। তার সঙ্গে ছিলেন স্ত্রী তারেক রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ইউরোপের সমন্বয়ক কামাল হোসেন।

জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য গত মঙ্গলবার (০৭ জানুয়ারি) বাংলাদেশ থেকে লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে পৌঁছানোর পর বুধবার ক্লিনিকে ভর্তি করা হয় তাকে। এরপর থেকে প্রায় সার্বক্ষণিক মায়ের পাশে রয়েছেন বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান প্রতিদিন নিজের বাসা থেকে মায়ের জন্য খাবার নিয়ে আসছেন।

তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান নিজ হাতে রান্না করে খাবার তৈরি করছেন। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকালেও তারেক রহমান মায়ের জন্য বাসা থেকে নাশতা নিয়ে যান বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

মায়ের প্রতি তারেক রহমানের এই ভালোবাসা এবং দায়িত্বশীল ভূমিকা লন্ডন বিএনপির নেতাকর্মীদের মধ্যেও প্রশংসিত হয়েছে।

-সায়মন ইসলাম

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments