মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে-বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন

স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে-বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন

বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন জোরালোভাবে বলেছেন, স্বৈরাচারের সহযোগীদের কোনো রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত করা হলে সেই দলের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে

বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন জোরালোভাবে বলেছেন, স্বৈরাচারের সহযোগীদের কোনো রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত করা হলে সেই দলের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুক্রবার (১০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আসাদুজ্জামান রিপন বলেন, “যারা নতুন দল গঠন করার স্বপ্ন দেখছেন, তারা যদি পতিত স্বৈরাচারের লোকদের সঙ্গে নিয়ে সেই দল গঠন করেন, তবে দেশের জনগণ তা কোনোভাবেই মেনে নেবে না। এই বার্তা লাউড অ্যান্ড ক্লিয়ার। যদি কোনো রাজনৈতিক দল স্বৈরাচারের সহযোগীদের দলে নেয়, তাহলে সেই দলের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচার একদিন হবেই। তাদের হাত রক্তে রঞ্জিত। তারা এত মানুষ হত্যা করেছে, জনগণের অধিকার হরণ করেছে এবং দেশের সম্পদ লুটপাট করেছে। আমরা তাদের কোনোভাবেই পুনর্বাসন করতে দেব না। জনগণের অধিকার রক্ষায় আমরা সব অপরাধীকে বিচারের আওতায় আনবো।”

রিপন আরও বলেন, “যারা দেশের টাকাপাচার, সম্পদ ধ্বংস এবং জনগণের অধিকার হরণের সঙ্গে জড়িত, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। শেখ হাসিনা ও তার সাঙ্গপাঙ্গরা দেশের মানুষের ওপর যে অন্যায় করেছে, তার জন্য কঠোর বিচার হবে।”

সভায় বিএনপির নেতাকর্মীরা একমত পোষণ করে বলেন, জনগণের অধিকার রক্ষায় তারা কোনো অন্যায় বা অবিচারকে মেনে নেবে না এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।

-সায়মন ইসলাম

guest


0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments