ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়
ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। তবে একটি গবেষণা প্রতিবেদন বলছে, প্রকৃত প্রাণহানি আরও অনেক বেশি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৭০ ফিলিস্তিনি নিহত এবং ১০৪ জন আহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৬ জন। আহত হয়েছেন ১ লাখ ৯ হাজার ৩৭৮ জন।
তবে ল্যানসেট জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে, প্রকৃত প্রাণহানি এই পরিসংখ্যানের চেয়ে ৪১ শতাংশ বেশি। গবেষণাটি পরিচালনা করেছে লন্ডন স্কুল অব হাইজিন, ইয়েল বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের গবেষক দল। তাদের মতে, ২০২2 সালের জুন মাস পর্যন্ত গাজায় প্রাণহানি ছিল ৬৪ হাজারের বেশি।
গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, নিহতদের মধ্যে ৬৯ দশমিক ১ শতাংশই নারী ও শিশু। ক্রমাগত হামলার কারণে সঠিক হিসাব রাখা সম্ভব হয়নি। এটি গাজার মানবিক সংকট আরও গভীর করেছে।
-সায়মন ইসলাম
Some clubs offer a free square the reason for this is that bingo companies abides codes of conduct that a bingo combination had to have at least 15 numbers, a 4X4 board had 16 numbers so some used a free square to bring the combination down to.