বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আফ্রিকা এর রাষ্ট্রপতি কার্যালয়ে একদল সশস্ত্র হামলাকারীর প্রবেশের চেষ্টা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে

আফ্রিকা এর রাষ্ট্রপতি কার্যালয়ে একদল সশস্ত্র হামলাকারীর প্রবেশের চেষ্টা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে

মধ্য আফ্রিকা এর দেশ চাদের রাষ্ট্রপতি কার্যালয়ে একদল সশস্ত্র হামলাকারীর প্রবেশের চেষ্টা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। বুধবার (৮ জানুয়ারি) রাতে দেশটির রাজধানী এন’জামেনায় ঘটে যাওয়া এই হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৮ জনই রাষ্ট্রপতির কার্যালয়ের ওপর হামলা চালানো সশস্ত্র কমান্ডো ইউনিটের সদস্য। সংঘর্ষে আরও ৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চাদ সরকার।

আফ্রিকা এর চাঁদ দেশটির সরকার ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, স্থানীয় সময় রাত পৌনে ৮টার দিকে রাষ্ট্রপতির কার্যালয়ের ভেতরে একটি বিশেষ কমান্ডো ইউনিট সশস্ত্র হামলা চালায়। নিরাপত্তারক্ষীদের সঙ্গে তীব্র সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

চাদ সরকারের মুখপাত্র ও পররাষ্ট্রমন্ত্রী আবদেরামান কালামাল্লাহ সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতির কার্যালয়ে হামলাকারী ১৮ জন নিহত হয়েছেন। এছাড়া সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর একজন সদস্য প্রাণ হারিয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সংঘর্ষের সময় শহরের বিভিন্ন স্থান থেকে ট্যাংক ও ভারী অস্ত্রের গোলাগুলির শব্দ শোনা গেছে বলে জানান স্থানীয়রা। ঘটনাস্থল ঘিরে রাখা হয়, আর শহরজুড়ে ট্যাংক ও সশস্ত্র বাহিনীর টহল জোরদার করা হয়।

সরকারি বিবৃতিতে জানানো হয়, হামলাকারীরা রাষ্ট্রপতির কার্যালয় দখলের চেষ্টা করছিল। এই অপচেষ্টা দ্রুত নস্যাৎ করে দেওয়া হয়েছে। এ ঘটনার কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। ভিডিওতে তাকে সেনাসদস্যদের দ্বারা বেষ্টিত অবস্থায় দেখা যায়। তিনি জানান, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ব্যর্থ হয়েছে।

নিরাপত্তা সূত্র আরও জানায়, হামলাকারীরা আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী বোকো হারামের সঙ্গে যুক্ত। দীর্ঘদিন ধরে বোকো হারাম গোষ্ঠী ক্যামেরুন, নাইজেরিয়া ও নাইজারের সঙ্গে সীমান্তবর্তী লেক চাদ অঞ্চলে সক্রিয় রয়েছে। তারা প্রায়ই চাদের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে আসছে।

এ ঘটনার পর, নিরাপত্তা বাহিনী রাজধানী এন’জামেনায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে এবং সন্দেহভাজনদের তল্লাশি চালানো হচ্ছে।

-সায়মন ইসলাম

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments