বুধবার, ১২ মার্চ ২০২৫
১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাতারাতি সব সমস্যার সমাধান সম্ভব নয়-বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

রাতারাতি সব সমস্যার সমাধান সম্ভব নয়-বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, রমজানকে সামনে রেখে সরকার বাজার স্থিতিশীল রাখতে সর্বাত্মক চেষ্টা করছে

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, রমজানকে সামনে রেখে সরকার বাজার স্থিতিশীল রাখতে সর্বাত্মক চেষ্টা করছে। তবে রাতারাতি সব সমস্যার সমাধান সম্ভব নয়। “আমাদের হাতে কোনো আলাদিনের চেরাগ নেই,” উল্লেখ করে তিনি জানান, সরকারের প্রচেষ্টা সত্ত্বেও বাজার পরিস্থিতি কিছুটা চ্যালেঞ্জের মধ্যে আছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ড. ওমর বোলাতের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, তুরস্কের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা এবং বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। খাদ্য, স্বাস্থ্য, শিল্প, এবং নবায়নযোগ্য জ্বালানি ক্ষেত্রে তুরস্কের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের অবকাঠামো খাতেও বিনিয়োগের পরিকল্পনা রয়েছে তুরস্কের। এছাড়া সামরিক সহযোগিতার অংশ হিসেবে তুরস্ক বাংলাদেশে অস্ত্র রপ্তানি করতে আগ্রহী।

সরকার চাল আমদানির শুল্ক কমিয়েছে এবং বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করছে। তিনি বলেন, “এখন থেকে আগামী তিন মাসে সাময়িক অসুবিধা কেটে যাবে। চালের মজুদে কোনো ঘাটতি নেই, তবে চালের উচ্চমূল্যের কারণে মানুষের কষ্ট হচ্ছে, যা আমরা অস্বীকার করছি না।”

তিনি আরও জানান, “১ কোটি পরিবারের জন্য কার্ড ব্যবস্থায় কিছু দুর্নীতি ছিল। তবে যারা বাদ পড়ার কথা, তারা বাদ পড়েনি। প্রকৃত উপকারভোগীর সংখ্যা কমেনি। আমরা সিস্টেম উন্নত করার চেষ্টা করছি।”

বাজারের অবস্থা নিয়ন্ত্রণে আনতে এবং মানুষের জীবনযাত্রা সহজ করতে সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তিনি বলেন, “আমরা চেষ্টা করছি, ধাপে ধাপে সবকিছু উন্নত হবে। তবে রাতারাতি কোনো সমস্যার সমাধান আশা করা উচিত নয়।”

রমজানের সময় বাজার স্থিতিশীল রাখতে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এই সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে সরকার পরিকল্পনা হাতে নিয়েছে। পাশাপাশি, ব্যবসায়ীদের সঙ্গেও নিয়মিত আলোচনা চলছে বলে জানান তিনি।

সরকারের উদ্যোগ ও পরিকল্পনার সফল বাস্তবায়ন হলে বাজার স্থিতিশীল থাকবে এবং ভোক্তারা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন বাণিজ্য উপদেষ্টা।

-সায়মন ইসলাম

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments