<

শর্বরী কি বছরের সেরা আবিষ্কার

বছর শেষ হতে আরও দুই মাস বাকি। তবে ২০২৪ সালে বলিউডের ‘সেরা আবিষ্কার’-এর তালিকা করতে নিঃসন্দেহে শুরুর দিকে যার নাম থাকবে তিনি শর্বরী বাগ। আবেদনময়ী গানে যেমন তাঁকে দেখা গেছে, তেমনই হাজির হয়েছেন নন গ্ল্যামারাস চরিত্রে। বক্স অফিসে হিট ছবিতে যেমন ছিলেন, তেমনই ছিলেন সমালোচক প্রশংসিত ওয়েব ফিল্মে। তাই ‘বর্ষসেরা আবিষ্কার’ তকমাটা ২৭ বছর বয়সী অভিনেত্রীর নামের সঙ্গে জুড়ে দেওয়াই যায়।

সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন শর্বরী। এরপর যশ রাজ ফিল্মসের ‘বান্টি অউর বাবলি ২’ ছবির মাধ্যমে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ। অভিষেক ছবিতে সেভাবে অবশ্য দর্শক মন জয় করতে পারেননি। তবে ২০২৪-এ যা পেয়েছেন, তাতে হয়তো আগের সব ব্যর্থতা ভুলে যাবেন।

গত ৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় আদিত্য সরপোতদারের হরর-কমেডি সিনেমা ‘মুনজ্যা’, মাত্র ৩০ কোটি রুপি বাজেটের ছবিটি আয় করে ১৩০ কোটি! কার্যত এ সিনেমা দিয়েই আলোচনায় আসেন শর্বরী। সিনেমার গান ‘তারাস’-এ শর্বরীর আবেদনময়ী রূপে মাত ছিল অন্তর্জাল। তাঁর জনপ্রিয়তা এতটাই বেড়ে যায় যে দীপিকা পাড়ুকোনকে টপকে ইন্টারনেট মুভি ডেটাবেজ বা আইএমডিবির সাপ্তাহিক সমীক্ষায় ভারতের সবচেয়ে জনপ্রিয় অভিনয়শিল্পী হিসেবে ভোট পান।

এরপর তাঁকে দেখা যায়, নেটফ্লিক্সের ওয়েব ফিল্ম ‘মহারাজ’-এ। জুনায়েদ খানের সঙ্গে এ ছবিতে ‘মুনজ্যা’র চেয়ে ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়ান।

নিজের সাফল্য নিয়ে শর্বরী বলেন, ‘আমার অভিনীত সিনেমা ১০০ কোটি ব্যবসা করেছে, এমন সাফল্যে আমি আনন্দিত। অভিনেত্রী হিসেবে আমি অনেক উচ্চাকাঙ্ক্ষী। লক্ষ্যের দিকে এগিয়ে যেতে চাই। সব শিল্পীই চান, তাঁর অভিনীত সিনেমা হিট হোক। একটা হিটের পর আরও ভালো চরিত্রে অভিনয় করার লোভ হয়, আরও বেশি পরিশ্রম করার জেদ পেয়ে বসে।’

পর্দায় শর্বরীকে সর্বশেষ গত ১৫ আগস্ট নিখিল আদভানির ‘বেদা’ সিনেমায় দেখা গেছে। জন আব্রাহামের সঙ্গে এ ছবিতেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। বাণিজ্যিক ও শৈল্পিক ঘরানার সিনেমায় যেকোনো ধরনের চরিত্র করতে পারবেন তিনি—এমন মন্তব্য করেন অনেক সমালোচক। প্রেক্ষাগৃহের পর গত শুক্রবার ছবিটি ওটিটিতে মুক্তি পেয়েছে।