হাইকোর্টের নিষেধাজ্ঞার প্রতিবাদে রাজধানীতে আলাদা আলাদা স্থানে বিক্ষোভ করেছে ব্যাটারিচালিত রিকশা চালকরা। বুধবার (২০ নভেম্বর) দয়াগঞ্জ ও আগারগাঁওয়ে প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। সরে যাওয়ার অনুরোধ করলে পুলিশের সাথে বাক-বিতণ্ডায় জড়ায় তারা। এক পর্যায়ে ঘটে সংঘর্ষের ঘটনা। এসময় ট্রাফিক সার্জেন্টের ওপরেও চালানো হয় হামলা। এতে আহত হয় এক পুলিশ সার্জেন্ট। ভেঙ্গে ফেলা হয় পিকআপ ভ্যান।
চালকদের দাবি, ব্যাটারিচালিত রিকশা বন্ধ হলে কর্মহীন হয়ে পড়বে লাখো মানুষ। বিকল্প ব্যবস্থা না করে এটি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা। পরে পুলিশের সাথে সেনাবাহিনী যোগ দিলে, আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি ও স্বাভাবিক হয় সেখানকার যান চলাচল।
একই সময়ে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধের প্রতিবাদে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সামনের চৌরাস্তায় অবস্থান নেন বিক্ষোভকারী চালকরা। প্রায় আধাঘন্টা ধরে চলে বিক্ষোভ।
পরে শতাধিক রিকশার একটি মিছিল চলে আসে মিরপুর রোডের প্রধান সড়কে। আগারগাঁও মেট্রো স্টেশন ঘুরে রিক্সার এই মিছিলটি চলে যায় শ্যামলী পর্যন্ত। সেখানে আগামীকালও আন্দোলনে নামার ঘোষণা দিয়ে মূল সড়ক ছেড়ে চলে যান চালকরা। তাদের দাবি, নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত পূনর্বিবেচনার দাবি তাদের।
এক হিসাবে দেখা গেছে, রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিক্সার সংখ্যা ৬ লাখেরও বেশি। আগস্টের পর, এই সংখ্যা আরও বেড়েছে আরও লাখের অধিক। পুলিশের কঠোর অবস্থানের কারণে মূল সড়কে চলাচল করতে না পারলেও, অলি-গলি এখনও ব্যাটারিচালিত অটোরিকশার দখলে।