বুধবার, ১২ মার্চ ২০২৫
১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

র্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত

র্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. জাহিদুল হাসান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. জাহিদুল হাসান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ শহরের পশ্চিম চৌমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ কালুগাড়ী গ্রামের ছোলায়মান আলীর ছেলে। পেশায় তিনি ছিলেন মসজিদের ইমাম।

স্থানীয়রা জানান, জাহিদুল ইসলাম মোটরসাইকেল নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। সকালবেলার ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খান। দুর্ঘটনার সময় তিনি হেলমেট পরেননি, ফলে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফার হোসেন জানান, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠাই এবং মরদেহ উদ্ধার করি। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এ দুর্ঘটনা এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া ফেলে এবং ঘন কুয়াশার মধ্যে সতর্কতার প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

-সাইমন ইসলাম

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments