বুধবার, ১২ মার্চ ২০২৫
১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

“বর্ণিল আলোকচ্ছটায় বিশ্বজুড়ে নববর্ষ উদযাপন: ২০২৫ এর সূচনা”

"বর্ণিল আলোকচ্ছটায় বিশ্বজুড়ে নববর্ষ উদযাপন: ২০২৫ এর সূচনা"

বিশ্ব ২০২৪ সালকে বিদায় জানিয়ে আতশবাজি, আলোকসজ্জা ও প্রার্থনার মাধ্যমে ২০২৫ সালকে স্বাগত জানিয়েছে। লন্ডনের আকাশে মধ্যরাতের পরই ফুটে ওঠে রঙিন আতশবাজি।

বিশ্ব ২০২৪ সালকে বিদায় জানিয়ে আতশবাজি, আলোকসজ্জা ও প্রার্থনার মাধ্যমে ২০২৫ সালকে স্বাগত জানিয়েছে। লন্ডনের আকাশে মধ্যরাতের পরই ফুটে ওঠে রঙিন আতশবাজি। দুবাইতে বুর্জ খলিফা বর্ণিল আলোকচ্ছটায় মোড়ানো ছিল, যা সবার দৃষ্টি কেড়েছে। হংকংয়ের ভিক্টোরিয়া হারবারের আকাশেও আতশবাজি ছিল মনোমুগ্ধকর। সিরিয়ার দামেস্কে সাধারণ মানুষ প্রার্থনা ও আনন্দে মেতে উঠে নববর্ষ উদযাপন করেছে।

এশিয়ার বেশ কয়েকটি দেশে মধ্যরাত পর্যন্ত চলে আতশবাজি প্রদর্শন এবং বেইজিং থেকে কুয়ালালামপুর পর্যন্ত সব শহরে দেখা যায় বর্ণিল আলোকচ্ছটা। ফিশ আই লেন্স দিয়ে তোলা এই ছবিটি সিঙ্গাপুরের মেরিনা বে’র। ছবি: বিবিসি নিউজ।

লিথুয়ানিয়ার ভিলনিয়াসে এক দম্পতি নতুন বছরকে বরণ করে নিচ্ছে উৎসবের আমেজে। অন্যদিকে, অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউস এবং হারবার ব্রিজ আতশবাজির ঝলকানিতে আলোকিত হয়, যা বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচারিত হয়। প্রতিটি দেশের উৎসব ও উদযাপনের বিশেষ মুহূর্তগুলো বৈচিত্র্যময় সংস্কৃতি এবং ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। নতুন বছর সবার জন্য বয়ে আনুক সুখ, সমৃদ্ধি ও শান্তি।

-সাইমন ইসলাম অমি

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments