সংবিধান সংস্কার কমিশনের প্রধান মডেল নির্ধারণে এখনো কাজ চলছে
বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ধারণা নিয়ে আলোচনা তুঙ্গে। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন, মডেল নির্ধারণে এখনো কাজ চলছে। বিশ্বের ৪০% জাতীয় আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট, যা ক্ষমতার কেন্দ্রীকরণ রোধে কার্যকর।
বিশ্লেষকদের মতে, নিম্নকক্ষের ওপর উচ্চকক্ষ নজরদারি ও নিয়ন্ত্রণের ভারসাম্য রক্ষা করতে পারে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতের মডেল সামনে থাকলেও বাংলাদেশে রাজনৈতিক বাস্তবতা ও জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো জরুরি। আনুপাতিক প্রতিনিধিত্বসহ ভিন্ন মডেলও বিবেচনায় আনা হচ্ছে।
সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার মনে করেন, সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করার মতো সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা ছাড়া কোনো পদ্ধতিই সফল হবে না। তিনি সাংবাদিক, নারী ও সংখ্যালঘুদের অন্তর্ভুক্তির ওপরও জোর দিয়েছেন।
রাজনৈতিক সদিচ্ছা ছাড়া পদ্ধতির পরিবর্তন অর্থহীন বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। জাতীয় ঐক্যমত কমিশন জানিয়েছে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য।
-সাইমন ইসলাম