গোপালগঞ্জের কাশিয়ানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
গোপালগঞ্জের কাশিয়ানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার জয়নগর বাজারে এই ঘটনা ঘটে।
কাশিয়ানী ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বাজারের বাদশা গাজীর চায়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এতে হাবিব শেখের মালিকানাধীন তিনটি দোকানসহ মোট চারটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের দ্রুত পদক্ষেপে বাজারের আরও দোকানপাট রক্ষা পায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডে তাদের অন্তত ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বাজারের বৈদ্যুতিক লাইনগুলো নিয়মিত পর্যবেক্ষণের দাবি জানিয়েছেন তারা।
-সাইমন ইসলাম