<

ধানমন্ডিতে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে বাসায় লুটপাটের চেষ্টা, গ্রেপ্তার ১৩

রাজধানীর ধানমন্ডিতে লুটপাটের উদ্দেশ্যে জোর করে বাসায় প্রবেশের চেষ্টার ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা-পুলিশ ও সেনাবাহিনীর একটি দল। বুধবার রাত ১১টার দিকে ধানমন্ডির ১৩/এ রোডের ১৩ নম্বর বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাসিবুল হাসান (৩৩), মো. গোলাম মোরশেদ (৩২), মাহমুদুল হাসান শিমুল (২০), আবু সালেহ হিরন (২৬), রুবেল হাওলাদার (২৭), আজিজুল ইসলাম (২১), মাহফুজুর রহমান (২৬), মোস্তাফিজুর রহমান (২৬), ইয়াসিন আরাফাত (২০), মো. ইব্রাহিম (১৯), জিহাদ হোসেন (১৯), আবদুল্লাহ আল মামুন (১৬) ও শেখ শাহরিয়ার আহমেদ (১৬)। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি লোহার রড ও পাঁচটি বাঁশের লাঠি জব্দ করা হয়।

ধানমন্ডি থানা সূত্রে জানা গেছে, বুধবার রাত সোয়া ১০টার দিকে এই ১৩ জনসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন ধানমন্ডির ওই বাসায় অর্থ, অলংকার, মূল্যবান জিনিসপত্র লুটপাটের উদ্দেশ্যে বিশৃঙ্খলা ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করে দলবদ্ধভাবে জোর করে প্রবেশ করেন। তাঁরা বাসায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওই বাসার নিরাপত্তারক্ষীদের মারধর করে তাঁদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তাঁরা ওই বাসার কয়েকটি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা ভাঙচুর করেন এবং বাসার কয়েকটি ফ্ল্যাটের দরজা ভাঙার চেষ্টা করেন।

পুলিশ জানায়, খবর পেয়ে ধানমন্ডি ৩২ নম্বরের পুলিশ ফাঁড়ির একটি দল দ্রুততম সময়ের মধ্যে সেখানে গিয়ে আশপাশের বাসার নিরাপত্তারক্ষী ও পথচারীদের সহযোগিতায় তাঁদের ওই বাসায় অবরুদ্ধ করেন। তাৎক্ষণিক ধানমন্ডি থানা-পুলিশের রাত্রিকালীন একটি টহল দল ও সেনাবাহিনীর টহল দল এসে তাঁদের গ্রেপ্তার করে।

এ ঘটনায় ওই ভবনের ব্যবস্থাপক আবদুল মান্নানের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার দিবাগত রাত সোয়া দুইটায় ধানমন্ডি থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে।