বিপিএল উদ্বোধনী ম্যাচেই বরিশাল মাঠে নামছে দুর্বার রাজশাহীর বিপক্ষে
২০১২ সালে বিপিএলের প্রথম আসরেই শিরোপার খুব কাছে গিয়েছিল বরিশাল বার্নার্স। তবে ফাইনালে ঢাকার কাছে হারের বেদনায় শেষ হয় তাদের স্বপ্নযাত্রা। এরপর ২০১৫ সালে বরিশাল বুলস নামে আবারও ফাইনালে উঠলেও কুমিল্লার কাছে পরাজিত হয় তারা। সাত বছর পর, ২০২২ সালের ফাইনালে আবারও কুমিল্লার মুখোমুখি হয়ে হারতে হয় ফরচুন বরিশালকে।
তিনবার ফাইনালে উঠেও শিরোপা অধরা ছিল বরিশালের। অবশেষে গত আসরে সেই আক্ষেপ ঘুচিয়েছে বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বে ফরচুন বরিশাল কুমিল্লাকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নের মুকুট পরে। একইসঙ্গে ফাইনালের দুই পরাজয়ের প্রতিশোধও নেয় দলটি, গৌরবময় ইতিহাস রচনা করে দক্ষিণবঙ্গের এই ফ্র্যাঞ্চাইজি।
এবার শিরোপা ধরে রাখার লক্ষ্যে বরিশাল আরও শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামছে। জাতীয় দলের মানের তারকাদের নিয়ে গড়া এই দল এক কথায় বিপিএলের হট ফেভারিট।
ব্যাটিং ইউনিট
অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে বরিশালের ব্যাটিং অর্ডারে আছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, এবং নাজমুল হোসেন শান্ত। তাদের সঙ্গে তরুণ প্রতিভা তাওহীদ হৃদয় আরও শক্তি যোগাবেন। বিদেশি কোটায় ডেভিড মালান ও পাথুম নিসাঙ্কার মতো বিশ্বমানের ব্যাটসম্যান দলে থাকায় ব্যাটিং লাইনআপের গভীরতা বাড়বে।
অলরাউন্ডারদের শক্তি
বরিশালের অলরাউন্ডার তালিকায় আছেন মোহাম্মদ নবী, কাইল মেয়ার্স, ফাহিম আশরাফ, এবং জেমস ফুলারের মতো তারকারা। লেগ স্পিনার রিশাদ হোসেন বিগ ব্যাশ লিগ ছেড়ে দলে যোগ দিয়েছেন। তবে একাদশে তার কতটুকু সুযোগ মিলবে, তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে।
বোলিং ইউনিট
দলের বোলিং ইউনিটে সবচেয়ে বড় চমক পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। টেস্ট সিরিজ ছেড়ে বিপিএলে যোগ দিয়ে তিনি দলের শক্তি বহুগুণ বাড়িয়েছেন। সঙ্গে আছেন এবাদত হোসেন, নান্দ্রে বার্গার, শহিদুল ইসলাম, তানভীর ইসলাম, রিপন মণ্ডল, নাঈম হাসান, এবং তাইজুল ইসলাম। এত সমৃদ্ধ বোলিং আক্রমণ একাদশ বাছাইয়ের ক্ষেত্রে কোচ মিজানুর রহমান বাবুলের জন্য মধুর সমস্যার কারণ হতে পারে।
তারকায় ভরপুর দল, তবে কী ফাঁদে পড়বে?
বরিশালের তারকাখচিত স্কোয়াড যেকোনো ফ্র্যাঞ্চাইজি লিগে প্রতিদ্বন্দ্বিতা করার মতো। তবে পুরনো বাংলা প্রবাদ, “অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট”—এর বাস্তব রূপ না হলে বরিশাল দ্বিতীয়বারের মতো শিরোপা জেতার পথে এগিয়ে থাকবে। তারকায় ঠাসা দলের উদাহরণ হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মতো বিপর্যয়ের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।
প্রথম ম্যাচ
উদ্বোধনী ম্যাচেই বরিশাল মাঠে নামছে দুর্বার রাজশাহীর বিপক্ষে। সোমবার দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হবে এই উত্তেজনাপূর্ণ লড়াই। বরিশাল কি পারবে শিরোপা ধরে রাখার অভিযানে জোরালো শুরু করতে? উত্তরের জন্য অপেক্ষা আর মাত্র একদিন।
-সাইমন ইসলাম