নিরাপত্তায় সেনাবাহিনী সার্বক্ষণিক সতর্ক রয়েছে
সচিবালয় অগ্নিকাণ্ড কে ঘিরে গুরুত্বপূর্ণ স্থাপনা ও কেপিআইগুলোর (Key Point Installations) নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এসব স্থানের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের বনানী অফিসার্স মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেনাসদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ ইন্তেখাব হায়দার খান।
সচিবালয়ে অগ্নিকাণ্ড প্রসঙ্গে কর্নেল ইন্তেখাব জানান, এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম পরিচালিত হবে। সেনাবাহিনী এ ক্ষেত্রে ফায়ার সার্ভিসকে সর্বাত্মক সহযোগিতা করছে।
আইনশৃঙ্খলার অবনতি হয়নি উল্লেখ করে তিনি বলেন, “যদিও বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে, তবে পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক পরিস্থিতি সহনীয় রাখা হয়েছে।”
কক্সবাজারে সেনাবাহিনী সার্বক্ষণিক সতর্ক রয়েছে। কর্নেল ইন্তেখাব আশ্বস্ত করে বলেন, “সার্বভৌমত্বের নিরাপত্তায় কোনো ঝুঁকি নেই। রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি ও কোস্টগার্ডসহ অন্যান্য বাহিনীও কার্যকর ভূমিকা রাখছে।”
‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাবাহিনীর এ তৎপরতা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, স্থিতিশীলতা ও জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
-সাইমন ইসলাম