যারা মুক্তিযোদ্ধা না হয়েও তালিকায় নাম তুলেছেন, তারা স্বেচ্ছায় নাম প্রত্যাহার করলে ক্ষমার আওতায় আনা হবে।
মুক্তিযোদ্ধা না হয়েও তালিকায় থাকা দু’জন ব্যক্তি নিজেদের নাম প্রত্যাহারের আবেদন করেছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে তারা এই পদক্ষেপ নিয়েছেন। জানা গেছে, ইতোমধ্যে তারা লিখিত আবেদন জমা দিয়েছেন।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, একজন মুন্সিগঞ্জের এবং অপরজন রাজবাড়ীর বাসিন্দা। তাদের দাবি, তারা মুক্তিযোদ্ধার ভাতা ছাড়া অন্য কোনো সুবিধা গ্রহণ করেননি।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেছিলেন, যারা মুক্তিযোদ্ধা না হয়েও তালিকায় নাম তুলেছেন, তারা স্বেচ্ছায় নাম প্রত্যাহার করলে ক্ষমার আওতায় আনা হবে। অন্যথায় প্রতারণার দায়ে অভিযুক্ত করা হবে। এই আহ্বানে অনুপ্রাণিত হয়ে এক ব্যক্তি আবেদনপত্রে উল্লেখ করেছেন, “আমি আবেগাপ্লুত হয়ে স্বেচ্ছায় গেজেট এবং সনদ বাতিলের জন্য আবেদন করেছি। এই ভুলের জন্য মুক্তিযোদ্ধা এবং দেশবাসীর কাছে ক্ষমা চাইছি।”
অপরজন তার বেসামরিক গেজেট এবং লাল মুক্তিবার্তা থেকে নাম প্রত্যাহারের অনুরোধ করেছেন এবং দায়মুক্তির আবেদন জানিয়েছেন।
মন্ত্রণালয় এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ ও ইতিবাচক হিসেবে দেখছে। অন্য যারা একই পরিস্থিতিতে রয়েছেন, তাদেরও দ্রুত সাড়া দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
-সাইমন ইসলাম