বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর পল্লবীতে গুলিবিদ্ধ হয়ে আকরাম খান রাব্বী নামের এক ব্যক্তি নিহতের ঘটনায় করা হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ ফুয়াদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে রাজধানীর পল্লবী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশ আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গ্রেপ্তার মোহাম্মদ ফুয়াদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও আইনবিষয়ক সম্পাদক ছিলেন। গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাঁকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গত ১৯ জুলাই মিরপুর-১০-এর আবু তালেব উচ্চবিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা। এ সময় রাস্তা পার হতে গিয়ে আকরাম খান রাব্বী নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ২৫ আগস্ট পল্লবী থানায় একটি হত্যা মামলা হয়। এ মামলায় মোহাম্মদ ফুয়াদ হোসেন আসামি ছিলেন।