সচিবলায়ে ট্রাকচাপায় ফায়ার সার্ভিসের সদস্য সোহানুজ্জামান নয়নের মৃত্যু হয়েছে
সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন নেভানোর সময় ট্রাকচাপায় ফায়ার সার্ভিসের সদস্য সোহানুজ্জামান নয়নের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল এ তথ্য নিশ্চিত করেন।
নয়ন, তেজগাঁও ফায়ার টিমের সদস্য, পানির পাইপ নিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। ঢাকা মেডিকেলে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তার বাড়ি রংপুরের মিঠাপুকুরে। অভিযুক্ত ট্রাকচালককে শিক্ষার্থীরা আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেছে।