বুধবার, ১২ মার্চ ২০২৫
১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাসমালিক কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বাসমালিক কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থানা এলাকায় বাসমালিক স্বপনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থানা এলাকায় বাসমালিক স্বপনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শিয়া মসজিদ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্বপন ঢাকার মোহাম্মদপুর থেকে উত্তরা রুটে চলাচল করা ভূঁইয়া পরিবহন নামক একটি বাসের মালিক ছিলেন। তিনি মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় পরিবারসহ বসবাস করতেন। তার দুই কন্যাসন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বপনের বাসচালক সোহেল একটি চাকা বিক্রি করে দেওয়ার অভিযোগে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এই বিরোধের জেরে বুধবার সন্ধ্যায় সোহেল স্বপনকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া জানান, হত্যার ঘটনায় স্বপনের স্ত্রী একটি মামলা দায়ের করেছেন। আসামি সোহেলকে ধরার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ এ হত্যাকাণ্ডের কারণ এবং বিস্তারিত তথ্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments