ছাত্রদলের ভেরিফায়েড কমিটিগুলো প্রকাশ করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর এবং এর অন্তর্ভুক্ত বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে আহ্বায়ক ও আংশিক কমিটি ঘোষণা করেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে এই কমিটিগুলো প্রকাশ করা হয়।
নতুন কমিটি গঠিত ইউনিটগুলো হলো ঢাকা মহানগরের চারটি অঞ্চল—উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোর মধ্যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজ, বাংলা কলেজ ও তেজগাঁও কলেজ অন্তর্ভুক্ত রয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
– সাইমুন ইসলাম