রাজধানীর বাড্ডা থানার রামপুরা ব্রিজ এলাকায় ছুরিকাঘাতে হাসান হাওলাদার (২২) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন লেগুনাচালক। মঙ্গলবার রাতে রামপুরা ব্রিজ থেকে বনশ্রীর দিকে যেতে সড়কে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় নূরে আলম (২৩) নামে আরও এক লেগুনাচালক আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত নূর আলম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম আলোকে বলেন, তাঁরা বনশ্রী থেকে খিলগাঁও মাদারটেক এলাকা পর্যন্ত সড়কে লেগুনা চালান। কয়েক দিন ধরে ইমনসহ কয়েকজন চাঁদা দাবি করছিল। এর প্রতিবাদ করায় দুজনের ওপর হামলা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন আছে। আহত নূরে আলমের পেটের বাঁ পাশে ছুরিকাঘাতের চিহ্ন আছে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, লেগুনাচালকদের নিজেদের বিরোধ থেকে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।