বুধবার, ২৬ মার্চ ২০২৫
২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দায়িত্ব নেয়ার আগেই নতুন মন্ত্রিসভা নিয়ে বিপাকে ট্রাম্প

দায়িত্ব নেয়ার

দায়িত্ব নেয়ার আগেই নতুন মন্ত্রিসভা নিয়ে বিপাকে পড়েছেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে প্রথমে পিট হেগসেথের নাম ঘোষণা করলেও দায়িত্ব নেয়ার আগেই এই পদে রদবদল আনতে যাচ্ছেন রিপাবলিকান এই নেতা।

মার্কিন গণমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল বলছে, পেন্টাগনের দায়িত্ব পেতে পারেন ফ্লোরিডার গভর্নর রন ডি স্যান্টিস। একাধিক সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, মনোনয়ন পাওয়ার পর থেকেই হেগসেথের ব্যক্তিগত ও পেশাগত জীবনে নানা অভিযোগ উঠছে। আর এমন বিতর্কের জেরে চাপে পড়েছেন ট্রাম্প। এ কারণেই এই পদে নিজের মনোনয়ন পরিবর্তন করতে যাচ্ছেন তিনি। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এদিকে, পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথের আগেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে চান ট্রাম্প। সেই সঙ্গে বন্দি বিনিময় চুক্তিও করতে চান বলে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন।

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments