<

‘দলীয়করণের খেসারত শ্রমখাতকে দিতে হচ্ছে’

মালিকদের দলীয়করণের খেসারত শ্রমখাতকে দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান আহমেদ। তিনি বলেন, বিগত সরকারের অবহেলায় পাট ও চামড়ার মত ঐতিহ্যবাহী অনেক পণ্যের বাজার হাতছাড়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে শ্রম ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, রাষ্ট্র এখনও সবার জন্য কাজের ব্যবস্থা করতে পারেনি। আইটি, পরিবহণ, খাবার সরবরাহ ইত্যাদি খাতে প্রচুর মানুষ কোনও ধরনের আইনগত সুরক্ষা ছাড়াই কাজ করছেন। ৮৫ শতাংশের বেশি অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদেরকে এখনও আইনগত সুরক্ষার আওতায় আনা যায়নি। আবার প্রতিবছর ২০ লাখের বেশি শ্রমশক্তি কর্মবাজারে যুক্ত হচ্ছে। ফলে চাকুরির জন্য প্রতিযোগিতা চরম আকার ধারণ করেছে।

তিনি আরও বলেন, অগ্রাধিকারের ভিত্তিতে শ্রম আইন, চাকরির নিরাপত্তা, ক্ষতিপূরণ ও মজুরির মানদণ্ডের সংস্কার চায় কমিশন। এছাড়া, ন্যায়বিচার প্রাপ্তি, স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন এবং শিশুশ্রম নিরসনের কথাও ভাবছে কমিশন।