গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে চট্রগ্রামের টাইগারপাস এলাকায় গুলিবিদ্ধ মো. হাসানকে উন্নত চিকিৎসার থাইল্যান্ডে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
চিকিৎসারা জানান, আজ মঙ্গলবার রাত সাড়ে ১০টায় তাকে এয়ার এম্বুলেন্সে করে থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে নেয়া হচ্ছে। রাত সাড়ে ৮টায় তাকে নেয়ার জন্য থাইল্যান্ড থেকে এয়ার এম্বুলেন্স আসে।
জানা গেছে, হাসানের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায়। তিন ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। হাফেজি মাদরাসায় পড়াশোনা করতেন তিনি। এরপর ইঞ্জিনিয়ারিং এর কাজ শেখার জন্য চট্টগ্রামে যান।
৪ আগস্ট হাসানের সঙ্গে থাকা বন্ধু মো. জাকির হোসেন জানান, পুলিশের গুলি তার মাথার ডান পাশে লাগে। রাস্তায় তার দেহ পড়ে থাকা অবস্থায় ছাত্রলীগের নেতাকমীরা তাকে নির্মমভাবে পেটায়। সেখান থেকে উদ্ধার করে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ৩ সেপ্টেম্বর পর্যন্ত হাসান সেখানে চিকিৎসাধীন ছিলেন। ৪ সেপ্টেম্বর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে আনা হয়।