<

নয়া বাংলাদেশে চিন্তা-চেতনায়ও আনতে হবে নতুনত্ব: উপদেষ্টা হাসান আরিফ

তরুণদের বুকে বুলেট নেয়ার বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। চিন্তা-চেতনার ক্ষেত্রেও আনতে হবে নতুনত্ব, এমন মন্তব্য করলেন ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে ভূমি ভবনে কর্মকর্তা-কর্মচারীদের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এ সময় হাসান আরিফ প্রশ্ন রাখেন, গত ১৬ বছর সমস্যা ছিল, কিন্তু তা কেনো সমাধান হয়নি? ভূমি বিরোধের কারণে সমাজে অপরাধমূলক কার্যক্রম হয়ে থাকে। তবে কীভাবে ত্রুটি ছাড়া কাজ করা যায়; তা খতিয়ে দেখার কথা বলেন তিনি।

একই সাথে জনগণের অধিকারকে প্রাধান্য দেয়ার কথা বলেন ভূমি উপদেষ্টা। আরও বললেন, সরকার যদি ৫৩ বছর ধরে মাষ্টারপ্ল্যান করতো, তাহলে আবাসন নিয়ে আর ঝামেলা হতো না। এটি একটি জাতীয় সমস্যা। অন্তবর্তীকালীন সরকার ১ মাস বা ৩ মাসের মধ্যে চলে যেতে পারে, তাই যতটুকু সম্ভব সমস্যাগুলো ঠিক করে যাবার কথা জানান তিনি।