ইউক্রেনের হয়ে যুদ্ধ করায় রাশিয়ান আদালতে মার্কিন নাগরিকের কারাদণ্ড

ইউক্রেনের হয়ে যুদ্ধ করার অভিযোগে এক যুক্তরাষ্ট্রের নাগরিককে কারাদণ্ড দিয়েছে রাশিয়ার একটি আদালত। সোমবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ভাড়াটে সেনা হিসেবে ইউক্রেনের পক্ষে যুদ্ধ করেন অভিযুক্ত স্টিফেন জেমস হাববার্ড। ফলে, তাকে ছয় বছর ১০ মাসের কারাদণ্ড দিয়েছে রাশিয়ার একটি আদালত।

মিশিগানের বাসিন্দা হাববার্ডকে পূর্বাঞ্চলীয় শহর ইজিয়ামে ইউক্রেনের আঞ্চলিক প্রতিরক্ষা ইউনিটে কাজ করার জন্য মাসে পেয়েছেন এক হাজার ডলার (৭৬০ পাউন্ড)। এর আগে, ২০১৪ সাল থেকে তিনি সেখানে বসবাস করছিলেন।