বুধবার, ২ এপ্রিল ২০২৫
২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শরীয়তপুরে ৪৮ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

শরীয়তপুরে ৪৮

শরীয়তপুরে ৪৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। রোববার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে পৌরসভার পশ্চিম কোটাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মীর হোসেন চৌকিদারের ঘর থেকে এসব মাদকসহ তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার আবু আলীম চৌকিদারের ছেলে মীর হোসেন চৌকিদার মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে পশ্চিম কোটাপাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। অভিযানে শরীয়তপুরে ৪৮ বোতল ফেনসিডিল ব্যবসায়ী আটকমীর হোসেনের বসত ঘরে খাটের নিচে কাগজে মোড়ানো একটি ব্যাগ থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় মীর হোসেন চৌকিদারের নামে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মীর হোসেন চৌকদারের নামে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।