গত আগস্টে এক অতর্কিত হামলায় রাশিয়ার কুরস্ক অঞ্চলের দখল নেয় ইউক্রেনের সামরিক বাহিনী। তবে ওই সময়ের পর থেকে কুরস্কে একের পর এক পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনারা। ফলে দখলকৃত অঞ্চলটির ৪০ ভাগেরও বেশি অংশের নিয়ন্ত্রণ হারিয়েছে ইউক্রেন। রোববার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ফ্রান্স-২৪ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন কুরস্কের দখল নেয়ার পর রাশিয়া সেখানে প্রায় ৫৯ হাজার সৈন্যমোতায়েন করেছে। ইউক্রেনের এক শীর্ষ সামরিক সদস্য জানিয়েছেন, ‘এক পর্যায়ে আমাদের নিয়ন্ত্রণে সর্বোচ্চ এক হাজার ৩৭৬ বর্গকিলোমিটার ভূখণ্ড ছিল। তবে এখন দখলে থাকা ভূখণ্ড অনেকটাই কমে এসেছে। শত্রুপক্ষ পাল্টা হামলার সংখ্যা ও মাত্রা বাড়াচ্ছে। এখন আমরা প্রায় ৮০০ বর্গ কিলোমিটার ভূখণ্ড নিয়ন্ত্রণ করছি। সামরিক সক্ষমতার দিক দিয়ে যতক্ষণ বিষয়টি যৌক্তিক থাকবে, ততক্ষণ আমরা এই ভূখণ্ড দখলে রাখব।’
ইউক্রেনের কুরস্ক অভিযান ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রুশ ভূখণ্ডে কোনো বিদেশী শক্তির প্রথম স্থল অভিযান, যা মস্কোকে পুরোপুরি অপ্রস্তুত অবস্থায় ফেলে দেয়।
ইউক্রেনের জেনারেল স্টাফের সূত্র থেকে জানা যায়, রাশিয়াকে সহায়তা করতে কুরস্ক অঞ্চলে ১১ হাজার উত্তর কোরীয় সৈন্য এসে পৌঁছেছে। তবে তাদের বেশিভাগ সৈন্যই এখনো তাদের প্রশিক্ষণ চূড়ান্ত করছে।