<

লস অ্যাঞ্জেলেসে নয়, নিউইয়র্কে হতে পারে অলিম্পিক ক্রিকেট, কারণ ভারতের দর্শক

১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। তবে ক্রিকেটারদের অলিম্পিক ভিলেজে থাকার অভিজ্ঞতা নাও হতে পারে। অলিম্পিকের শহর লস অ্যাঞ্জেলেসে নয়, ২০২৮ অলিম্পিকে ক্রিকেট হতে পারে চার হাজার কিলোমিটার দূরে নিউইয়র্কে। ভারতের টেলিভিশন দর্শকের কথা মাথায় রেখেই এ চিন্তাভাবনা করছেন আয়োজকেরা।

অলিম্পিকে ক্রিকেট সর্বশেষ হয়েছে ১৯০০ সালে। প্যারিসে অংশ নিয়েছিল মাত্র দুটি দল। দুই দিনের ম্যাচে স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে সোনা জেতে গ্রেট ব্রিটেন। ১২৮ বছর পর ২০২৮ সালে অলিম্পিকে ছেলে ও মেয়ে দুই বিভাগেই হবে ক্রিকেট। টুর্নামেন্টের কাঠামো এখনো ঠিক হয়নি। তবে ধারণা করা হচ্ছে, টি-টোয়েন্টি ফরম্যাটে আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলতে পারে, এরপর সেমিফাইনাল, ফাইনাল ও ব্রোঞ্জ পদকের ম্যাচ।

ক্রিকেট যে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে না হয়ে নিউইয়র্কে হতে পারে, সেটির ইঙ্গিত গত সপ্তাহে দিয়েছেন ২০২৮ অলিম্পিকের আয়োজক কমিটির চেয়ারম্যান ক্যাসি ওয়াসেরমান। টেক্সাসে এক কনফারেন্সে ওয়াসেরমান বলেন, ভারতের টেলিভিশন দর্শকের কথা মাথায় রেখেই এমন পরিকল্পনা।

নিউইয়র্কের সঙ্গে ভারতের সময়ের পার্থক্য সাড়ে ৯ ঘণ্টা। লস অ্যাঞ্জেলেস–ভারতের সময়ের দূরত্বটা সাড়ে ১২ ঘণ্টার। ৩ ঘণ্টার এই পার্থক্যই কাজে লাগাতে চাচ্ছেন আয়োজকেরা। তবে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টাইমসকে আইসিসি জানিয়েছে, এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ২০২৮ অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির পেছনে ভারতসহ উপমহাদেশের দর্শক ও সম্প্রচারস্বত্ব চুক্তির বিপুল অর্থের ভূমিকাই ছিল প্রধান।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম ভেন্যু হলেও এ মুহূর্তে নিউইয়র্কে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের মতো কোনো স্টেডিয়াম নেই। বিশ্বকাপ যে অস্থায়ী মাঠে হয়েছিল, সেটি বিশ্বকাপের পরেই ভেঙে ফেলা হয়েছে। ২০২৮ অলিম্পিকেও অস্থায়ী স্টেডিয়ামের পথেই হাঁটতে পারেন আয়োজকেরা।

ক্রিকেটের ভেন্যু হিসেবে ব্রুকলিনের মেরিন পার্কের কথাও ভাবা হচ্ছে। মেজর লিগ ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি এমআই নিউইয়র্কের হোম ভেন্যু এটি। ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি সেখানে ১০ হাজার আসনের স্থায়ী স্টেডিয়াম বানানোর পরিকল্পনা করেছে। তবে সেটি ২০২৮ অলিম্পিকের আগেই প্রস্তুত হবে কি না, তা নিয়ে সংশয় আছে।