রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের অভিজিৎ হাওলাদার (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ভুল চিকিৎসা ও অনিয়মের অভিযোগ হাসপাতালের প্রধান ফটক আটকে ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। এ ঘটনায় আহত হয়েছেন ৫ শিক্ষার্থী ও ১ সাংবাদিক।
আজ রোববার (২৪ নভেম্বর) দুপুর পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে। এসময় মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ধনিয়া কলেজসহ উক্ত কলেজের আশপাশের কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাসপাতালের সামনে জড়ো হয়। তারা স্লোগান দিয়ে হাসপাতালের নামফলকসহ গেট ভাঙচুর করে।
এ সংবাদ লেখা পর্যন্ত ভাঙচুর চলাকালে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে এক সাংবাদিকসহ আহত হয়েছেন ৬ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া, আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, অভিজিত হাওলাদার ডেঙ্গু আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিকেলে ভর্তির দুদিন পর ১৮ নভেম্বর মারা যান। মারা যাওয়ার পর ১০ হাজার টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা নিহত শিক্ষার্থীকে নেশাগ্রস্ত ছিল বলে পাল্টা অভিযোগ করেন।
ঘটনার দুই দিন পর শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে এলে কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। হামলা ও পুলিশের টিয়ারশেলে ছত্রভঙ্গ হয়ে সেদিন তারা চলে যায়। এরই ধারাবাহিকতায় হামলার প্রতিবাদ জানাতে আশপাশের কলেজের শিক্ষার্থীদের নিয়ে আজ হাসপাতালের সামনে জড়ো হয়ে ভাঙচুর চালায়।
বিষয়টি নিয়ে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের উপপরিচালক (প্রশাসন) ডা. রেজাউল হক গণমাধ্যমকে বলেন, অভিজিৎ হাওলাদারের মৃত্যুর বিষয়ে ১১ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন দেবেন এবং সেই ব্যবস্থা গ্রহণ করা হবে।