বুধবার, ২ এপ্রিল ২০২৫
২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে একটি যাত্রীবাহী বাস থেকে জাল টাকাসহ আটক ৫

নাটোরে একটি

নাটোরে একটি যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে সদর উপজেলার চাঁদপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, আরিফ হাওলাদার, আরিফ হোসেন, মোস্তফা খাঁন, রফিকুল ইসলাম এবং ফেরদৌস হাওলাদার।

জেলার পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চাঁদপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে জাল টাকাসহ তাদেরকে আটক করা হয়। তারা আলু কিনতে রাজশাহী থেকে রংপুর যাচ্ছিলো। জাল টাকা দিয়ে চাষীদের কাছ থেকে আলু কেনার মাধ্যমে প্রতারণার উদ্দেশ্য ছিল তাদের। এ সময় আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।