<

‘রোহিঙ্গাদের ফেরাতে আরাকান আর্মির সাথে আলোচনার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রোহিঙ্গা সংকট জটিল আকার ধারণ করেছে। তাদেরকে ফেরত পাঠাতে দেশটির সরকারের পাশাপাশি সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সাথে বাংলাদেশ আলোচনা করবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) রোহিঙ্গা সংকট নিয়ে এক সেমিনারে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই টেকসই সমাধান। তাদেরকে ফেরত পাঠাতে মিয়ানমারের সাথে সই হওয়া চুক্তিতে রোহিঙ্গা শব্দটি না থাকা সবচেয়ে বড় ভুল। এ সময় বহুপাক্ষিক কূটনীতি ও দেশে গণতন্ত্র নিশ্চিতেরও আহ্বান জানান তিনি।

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে সকল রাজনৈতিক দলের ঐক্যমত প্রয়োজন। সত্যিকার অর্থে ঐক্য গড়ে তুলতে না পারলে এই সংকট সমাধান সম্ভব নয়।

এ বিষয়ে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, মিয়ানমারে আন্ত:ধর্মীয় ও জাতীয় সংকট তৈরি হচ্ছে। ২০১৭ সালে ১৫০ জন করে ফেরত পাঠানোর একটি চুক্তি হয়। এটি হাস্যকর। এই চুক্তি অনুযায়ী কোন নতুন শিশু জন্ম না নিলেও তাদের ফেরত পাঠাতে ৫০ বছর লাগবে। তাই এই চুক্তি রিভিউ করতে হবে।

জামায়াতের যুগ্ম সম্পাদক হামিদুর রহমান আজাদ বলেন, রোহিঙ্গা ইস্যুতে ভবিষ্যতে নিরাপত্তা ঝুঁকি আরও বাড়বে।