<

পার্বত্য জেলাগুলো সবদিক থেকে পিছিয়ে রয়েছে: উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য জেলাগুলো সবদিক থেকেই পিছিয়ে রয়েছে। জেলাগুলো থেকে সকল বৈষম্য দূর করে মূলধারায় ফেরত আনাই মূল চ্যালেঞ্জ। রোববার (১৭ নভেম্বর) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগকৃত চেয়ারম্যান ও সদস্যদের বরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সুপ্রদীপ চাকমা বলেন, অর্থনীতি ও সার্বিক উন্নয়নে অন্যান্য জেলা থেকে পার্বত্য জেলাগুলো অনেক পিছিয়ে রয়েছে। নবনিযুক্ত প্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধিতে আরও প্রশিক্ষণ দেয়া হবে। এসব চ্যালেঞ্জ দক্ষতার প্রতিনিধিরা মোকাবেলা করবে। এ সময় নতুন নিয়োগকৃত প্রতিনিধিদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বানও জানান তিনি।

এ সময় পার্বত্য জেলা পরিষদের তিনটি জেলার নতুন যোগদানকৃত চেয়ারম্যান ও ৪৫ জন মেম্বার উপস্থিত ছিলেন।