রাজধানীর খিলক্ষেত এলাকায় রেললাইন পার হওয়ার সময় ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এস এম আব্দুর রহমান (৬০) নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় রেলওয়ে থানা পুলিশ।
নিহত আব্দুর রহমানের ছেলে আশিক বলেন, আমার বাবা একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। গতকাল সে নিকুঞ্জে একটি কাজে বাসা থেকে বের। জানতে পেরেছি, গতকাল সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার দিকে রেল লাইন পার হওয়ার সময় ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেসে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হন তিনি। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি।
তিনি আরও জানান, তারা বর্তমানে কাওলা এলাকায় থাকেন। তাদের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার ঘারুলঘাটি গ্রামে।
বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) তারা মিয়া জানান, আমরা খবর পেয়ে গতকাল রাত নয়টার দিকে ঘটনাস্থলে যাই। সেখানে রেললাইনের পাশে ট্রেনে কাটা অবস্থায় মরদেহ দেখতে পাই।পরে আমরা তার পরিবারকে খবর দেই। এরপর তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মার্গে পাঠানো হয়।