যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ৪৭ তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারের পরিবহণমন্ত্রী হিসেবে উইসকনসিন অঙ্গরাজ্যের সাবেক প্রতিনিধি ও ফক্স বিজনেস নিউজের সঞ্চালক শন ডাফি মনোনয়ন পেয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ভাষ্যমতে ডাফি একজন অসাধারণ ও ভালো সরকারি কর্মচারী। তাই ডাফিকে পরিবহণমন্ত্রী হিসেবে নির্বাচন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিমান, গাড়ি, রেল, ট্রানজিট ও অন্যান্য পরিবহণ সংক্রান্ত বিষয় দেখভালের দায়িত্বপালন করবেন তিনি। এছাড়া ট্রাম্প সরকারের সব বড় অবকাঠামো নির্মাণ, হালনাগাদকরণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবেন ডাফি।
ট্রাম্পের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মার্কিন জনগণের উদ্দেশে শন ডাফি লিখেছেন, ‘আপনাদেরকে আমি পরিবহন খাতের সোনালি যুগে নিয়ে যেতে খুবই আগ্রহী।’
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ট্রাম্প প্রশাসনের পরিবহণমন্ত্রী হচ্ছেন শন ডাফি