বুধবার, ১৩ আগস্ট ২০২৫
১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

৪৬তম বিসিএসের ফল পুনরায় দেয়ার সিদ্ধান্ত

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল আবার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন( পিএসসি)। আজ সোমবার (১৮ নবেম্বর) পিএসসি এ সিদ্ধান্ত নেয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, ৪৬তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল বিগত ৯ মে ২০২৪ তারিখে প্রকাশিত হয়। এ পরীক্ষায় ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ইতোমধ্যে নির্বাচিত প্রার্থীদের সাথে আরও সমসংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

৪৬তম বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সন্দেহ সংক্রান্ত বিষয়ে আজকের সভায় আলোচনা করা হয়। এই নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা, ন্যায্যতা ও নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।