<

বিএনপি একা ক্ষমতায় যাবে না: আমীর খসরু

বিএনপি একা ক্ষমতায় যাবে না

আমীর খসরুর গণতন্ত্রের জন্য দৃষ্টিভঙ্গি

বিএনপি একা ক্ষমতায় যাবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশের গণতন্ত্র কেউ কেড়ে নিতে পারবে না।তাই জনগণের সিদ্ধান্ত জনগণকে নিতে দিন। এগুলোর আমরা দিনক্ষণ বলছি না । আমরা বলছি সবাই মিলে দেশ গড়ি।কারণ সবাই মিলে হাসিনার পতন ঘটিয়েছে।অতএব ক্ষমতায় গেলেও সবাইকে নিয়ে যাব, এবং সবাইকে নিয়ে জাতীয় সরকার করা হবে।’

আজ শনিবার বিকেলে নগরের ২ নম্বর গেট এলাকায় বিপ্লব উদ্যানে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে, প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন: আমীর খসরু মাহমুদ চৌধুরী। এদিন কেন্দ্রীয় যুবদলের দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ ও বিপ্লব উদ্যান থেকে কালুরঘাট অভিমুখী যুব পদযাত্রার আয়োজন করা হবে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের রাজনীতি কেমন হবে, তার সিদ্ধান্ত জনগণ দেবে। এ সিদ্ধান্ত অন্য কেউ দেওয়ার কোনো সুযোগ নেই। জনগণের সিদ্ধান্ত অনেকে অনেকবার দেওয়ার চেষ্টা করেছেন। স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান, এরশাদ ও শেখ হাসিনা চেয়েছিলেন, তাঁরা কি পেরেছেন? তাই সেদিকে না গিয়ে বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত তাদের দিতে দিন।

কেন্দ্রীয় যুবদলের সভাপতি, আবদুল মোনায়েম মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের, পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, মাহবুবের রহমান শামীম, কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি মেয়র শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মহানগর বিএনপির সদস্যসচিব, নাজিমুর রহমান।

সমাবেশের আগে বিপ্লব উদ্যানে রংতুলিতে আঁকা, স্বাধীনতার ঘোষণা চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, মাহবুবের রহমান শামীম ও সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, এস এম সাইফুল আলম, শফিকুর রহমান, মো. শাহ আলম, সদস্য আবুল হাসেম, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি, মোশাররফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মাহফুজুর রহমান, সহ কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক, ফেরদৌস আহমেদ,সহ চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি, মো. শাহজাহান,সহ সাধারণ সম্পাদক, মো. আজগর,সহ চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি, হাসান জসিম সহ সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী সহ নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সহ লক্ষ্মীপুর জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম প্রমুখ।

বিএনপি একা ক্ষমতায় যাবে না,