দেশের স্থানীয় ও জাতীয় নির্বাচনে গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ গুরুতর অন্যায়। যা শাস্তিযোগ্য অপরাধ। তাদের এমন অপকর্ম বন্ধ হওয়া দরকার। এসব বন্ধ করতে যথাসাধ্য চেষ্টা থাকবে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।
শনিবার (১৬ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে এই বিটে কর্মরত সাংবাদিকদের মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিং (ইভিএম) ব্যবহারে রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজন। ইভিএম ত্রুটিপূর্ণ ও দুর্বল যন্ত্র। অনেক দেশ ইভিএম থেকে বের হয়ে আসছে। আমরা শুধু আগামী নির্বাচনের কথা ভাবছি না। নির্বাচন ব্যবস্থা যেন কার্যকর হয় সেদিকে দৃষ্টি রেখেই আমরা কাজ করছি। কোনো বিশেষ গোষ্ঠীর উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এখানে বসিনি।
এ সময় তিনি জানান, এরইমধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ২১টি সভা হয়েছে। আইন-বিধিমালাগুলো পর্যালোচনা করা হচ্ছে। সেই পর্যালোচনার নিরিখে প্রস্তাবনা দেয়া হবে। অনলাইনের মাধ্যমে অনেক মতামত পাওয়া গেছে। সবার মতামত নিয়েই প্রস্তাবনা তৈরি করা হবে।
বদিউল আলম মজুমদার আরও বলেন, রাজনীতি এখন জনকল্যাণ নয়, ব্যবসায় পরিণত হয়েছে। মনোনয়ন বাণিজ্য চরম আকার ধারণ করেছে।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহমেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হোক তা কমিশন চায় না। সেভাবেই প্রস্তাবনা দেয়া হবে।