<

বাড়িতে মুরগি ঢুকে পড়ায় দিন মজুরকে কুপিয়ে হত্যার অভিযোগ

শরীয়তপুরের জাজিরায় বাড়িতে মুরগি যাওয়া নিয়ে দ্বন্দ্বে নজরুল মাদবর নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে শুক্রবার বিকেলে উপজেলার পশ্চিম আড়াচন্ডি এলাকায় প্রতিবেশীদের সঙ্গে সংঘর্ষের সময় আহত হন নজরুল। এসময় আরও দুইজন আহত হন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পশ্চিম আড়াচন্ডি এলাকার নজরুল মাদবরের সঙ্গে প্রতিবেশী বোরহান মাদবরের পরিবারের পারিবারিক দ্বন্দ্ব দীর্ঘদিনের। তারই জের ধরে শুক্রবার বিকেল ৩টার দিকে নজরুলের বাড়ির মুরগি প্রতিবেশী বোরহান মাদবরের বাড়িতে ঢুকে পড়ে। এই বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে দু’পক্ষ। এসময় বোরহান ও তার লোকজন নজরুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। তাকে উদ্ধার করতে গেলে তার বাবা লতিফ মাদবর ও ভাই সুমন মাদবরকেও কুপিয়ে-পিটিয়ে আহত করা হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজরুল ও সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় নজরুলের মৃত্যু হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মামলা হলে আসামিদের আইনের আওতায় আনবে বলে জানায় পুলিশ।