<

স্যামসন–তিলকের ব্যাটে ‘মহাপ্রলয়’, সিরিজ ভারতের

২০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ২৮৩ রান। একেই না বলে টি–টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন!

ওয়ানডে ও টেস্টে সময়টা ভালো না গেলেও টি–টোয়েন্টিতে ভারতের বৃহস্পতি যে তুঙ্গে, তা তো রানের এই ইমারত দেখেই বোঝা যায়। সঞ্জু স্যামসন ও তিলক বর্মা ব্যাট হাতে ‘মহাপ্রলয়’ বইয়ে দেওয়ার পর ম্যাচের ফল কী হতে যাচ্ছে, তা অনুমেয়ই ছিল।

রান তাড়ায় দক্ষিণ আফ্রিকা ১০ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলার পর শুধু দেখার ছিল, ভারত আসলে ‘কয়শ’ রানে জেতে। পঞ্চম উইকেটে ট্রিস্টান স্টাবস ও ডেভিড মিলারের ৮৬ রানের জুটিও দক্ষিণ আফ্রিকাকে লজ্জার হাত থেকে বাঁচাতে পারেনি। তাদের ১৪৮ রানে গুটিয়ে দিয়ে ভারত ম্যাচটা জিতেছে ১৩৫ রানের বিশাল ব্যবধানে; সঙ্গে ৪ ম্যাচের সিরিজও ৩–১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো দক্ষিণ আফ্রিকার মিটিতে টি–টোয়েন্টি সিরিজ জিতল ভারত। প্রথমবার জিতেছিল ২০১৮ সালে, রোহিত শর্মা–বিরাট কোহলির যৌথ নেতৃত্বে। এবার জিতল সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে।

নিজেদের টি–টোয়েন্টি ইতিহাসে রানের হিসেবে এটাই প্রোটিয়াদের সবচেয়ে বড় ব্যবধানে হার। এর আগে বেশি ব্যবধানে হারটা ছিল ১১১ রানে, গত বছর আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ২০ ওভারে ২৮৩/১

(তিলক ১২০*, স্যামসন ১০৯*, অভিষেক ৩৮; সিপামলা ১/৫৮)।

দক্ষিণ আফ্রিকা: ১৮.২ ওভারে ১৪৮ অলআউট

(স্টাবস ৪৩, মিলার ৩৬, ইয়ানসেন ২৯*; অর্শদীপ ৩/২০, অক্ষর ২/৬, বরুণ ২/৪২)।

ফল: ভারত ১৩৫ রানে জয়ী।

সিরিজ: ৪ ম্যাচের সিরিজ ভারত ৩–১ ব্যবধানে জয়ী।