বুধবার, ২ জুলাই ২০২৫
২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দেশে এসে খুন হলেন যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসক

রাজধানীতে নিজ বাসায় খুন হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী এক চিকিৎসক। তার নাম এ কে এম আব্দুর রশিদ। আহত হয়েছেন তার স্ত্রী ডাক্তার সুফিয়া রশিদ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ধানমন্ডি-১৫ নম্বর এলাকার একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় বাসার ভাড়াটিয়ারা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে রাত পৌনে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, আব্দুর রশিদ গত সেপ্টেম্বরে লন্ডন থেকে ঢাকায় আসেন। তারা এক ছেলে ও এক মেয়ের জনক। আহত আব্দুর রশিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তাদের ভাড়াটিয়া সাইদুর রহমান বাঁধন। তিনি জানান, রাতে অস্ত্রসহ ডাকাতরা তাদের ফ্ল্যাটে ঢুকে পড়ে। ডাকাতরা তাদেরকে জিম্মি করে ফেলে। বাঁধা দেয়ার চেষ্টা করলে আব্দুর রশিদকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ধানমন্ডি থেকে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তির বুকে, মুখে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।