<

ইসরায়েলি হামলায় গাজা-লেবাননে আরও ৪৫ জন নিহত

২৪ ঘণ্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড ও লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় আরও ৪৫ জন নিহত হয়েছেন। গুরুতর আহত ১১২ জন। এর মধ্যে গাজায় ২৪ ফিলিস্তিনি ও লেবাননে ২১ জন নিহত হয়েছেন। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও তুরস্কের সংবাদমাধ্যম আনাদুল এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। সবচেয়ে ভয়ঙ্কর হামলা হয়েছে উত্তর গাজায়। বাদ যায়নি দক্ষিণ ও মধ্য গাজাও। লেবাননেও চলছে নেতানিয়াহু প্রশাসনের বর্বরতা। সবশেষ পাওয়া খবর পর্যন্ত রাজধানী বৈরুতসহ আশপাশের এলাকাগুলোতে নিহত ১৮ জন। নিহতদের মধ্যে ৬ জন স্বাস্থ্যকর্মী। এছাড়াও তালিকায়৫ জন নারীও রয়েছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।
গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৭৩৬ জনে পৌঁছেছে। এছাড়াও এই হামলায় আহত হয়েছেন আরও ১ লাখ ৩ হাজার ৩৭০। অন্যদিকে লেবাননের কমপক্ষে ৩৩৮৬ জন নিহত এবং আহত হয়েছেন ১৪৪১৭ জন।
উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত চলছে ইসরায়েলের। তবে গত সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়।