হাইতিতে সশস্ত্র অপরাধী চক্রের হামলায় নিহত ৭০

হাইতিতে সশস্ত্র অপরাধী চক্রের হামলায় শিশুসহ অন্তত ৭০ জন নিহত হয়েছে। ওই হামলায় গুরুতর আহত হয়েছে ১৬ জন। জাতিসংঘ এ তথ্য জানিয়েছে।

গ্র্যান গ্রিফ গ্যাং এর সদস্যরা রাজধানী পোর্ট-অব-প্রিন্সের প্রায় ৭১ কিলোমিটার উত্তর-পশ্চিমে কেন্দ্রীয় আর্টিবোনিট অঞ্চলের পন্ট-সোনডে শহরে তাণ্ডব চালায়। এই হামলাকে হত্যাযজ্ঞ বলে মন্তব্য করেছেন সরকারি এক কৌসুলি।

জাতিসংঘ বলেছে, গ্যাংয়ের সদস্যরা অন্তত ৪৫ টি বাড়িঘর এবং ৩৪ টি গাড়ি জ্বালিয়ে দিয়েছে। গ্র্যান গ্রিফকে হাইতির গ্যাংগুলোর মধ্যে সবচেয়ে সহিংস বলে মনে করা হয়। ২০২৩ সালের জানুয়ারিতে এ চক্রের সদস্যদের বিরুদ্ধে পুলিশ স্টেশনে হামলা এবং ৬ কর্মকর্তাকে হত্যার অভিযোগ আনা হয়েছিল। তাছাড়া ৭ লাখের বেশি মানুষকে পরিষেবা দেওয়া একটি হাসপাতাল বন্ধ করতে বাধ্য করার জন্যও তাদেরকে দায়ী করা হয়।

এই চক্রটির প্রায় ১০০ সদস্য রয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, ডাকাতি এবং অপহরণসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে।