<

ট্রাম্পের জয়ের পর দেশবাসীর উদ্দেশে দেয়া ভাষণে যা বললেল বাইডেন

প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর দেয়া এক ভাষণে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জো বাইডেন।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) নির্বাচনের পর দেয়া প্রথম ভাষণে ট্রাম্পের প্রত্যাবর্তনে উদ্বিগ্ন ডেমোক্রেটদের স্বান্তনা দেন প্রেসিডেন্ট বাইডেন। কমালা হ্যারিসের পরাজয়ে হোয়াইট হাউজের হতাশ কর্মীদের উদ্দেশে এদিন রোজ গার্ডেনে ভাষণ দেন তিনি।

গত নির্বাচনে হারের পর কারচুপির অভিযোগ তুলেছিলেন ট্রাম্প। এবার ট্রাম্পের জয়ের পর বাইডেন বললেন, মঙ্গলবারের নির্বাচন যুক্তরাষ্ট্রের অখণ্ডতা প্রমাণ করেছে। এসময় নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকারও দেন করেন তিনি।

ভাষণে বাইডেন বলেন, আমি প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর ট্রাম্পের সাথে কথা বলেছি। আমি তাকে আশ্বস্ত করেছি যে আমার নির্দেশে পুরো প্রশাসন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর করবে। বাধা-বিপত্তি আসবেই। কিন্ত হাল ছেড়ে দেয়া ক্ষমার অযোগ্য। উত্তেজনা কমিয়ে ফেলুন। আশা করছি এখন কেউ আমেরিকার নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে পারবে না। এটি সুষ্ঠু এবং স্বচ্ছ ছিলো।