<

‘আমি যুদ্ধ শুরু করতে যাচ্ছি না, আমি যুদ্ধ বন্ধ করতে যাচ্ছি’

ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আলাস্কা এবং উইসকনসিনের মতো গুরুত্বপূর্ণ ইলেকটোরাল কলেজ ভোট জিতে ডোনাল্ড ট্রাম্পের মোট কলেজ ভোটের সংখ্যা পার হয়েছে ২৭৮।

আগামী চার বছরের জন্য নিজের শেষ মেয়াদে হোয়াইট হাউসের অধিপতি হতে যাচ্ছেন ট্রাম্প। জয় নিশ্চিত হবার পরপরই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বৈশ্বিক শান্তির রূপরেখা দিয়েছেন তিনি। বলেছেন, যুদ্ধ সৃষ্টি নয়, যুদ্ধের ইতি ঘটাবেন তিনি। খবর, কিয়েভ ইনডেপেন্ডেন্টের।

ফ্লোরিডার ওয়েন্ট পাম বিচে উচ্ছ্বসিত জনতার সামনে এ কথা বলেন ট্রাম্প। এ সময় ট্রাম্প বলেন, আমাদের কোনো যুদ্ধ ছিল না। আইএসআইএসকে পরাজিত করা ছাড়া চার বছর ধরে আমাদের কোনো যুদ্ধ হয়নি। তারা (ডেমোক্র্যাট) বলেছিল, সে (ট্রাম্প) একটি যুদ্ধ শুরু করবে। আমি যুদ্ধ শুরু করতে যাচ্ছি না, আমি যুদ্ধ বন্ধ করতে যাচ্ছি।

এর আগে নির্বাচনী বিতর্কে ইউক্রেন ইস্যুতে ট্রাম্প বলেছিলেন, আমি মনে করি এই যুদ্ধটি শেষ করা এবং এটি সম্পন্ন করা, একটি চুক্তি নিয়ে আলোচনা করা আমেরিকার সর্বোত্তম স্বার্থ।