<

সাংবাদিক নেতা মোল্লা জালাল কারাগারে

এক নারীকে অপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালালকে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত গতকাল সোমবার এ আদেশ দেন।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ।

পুলিশ কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, এক নারী ১ নভেম্বর সাংবাদিক নেতা মোল্লা জালালের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও অপহরণের অভিযোগে শাহবাগ থানায় একটি মামলা করেন। সেই মামলায় গতকাল দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে সাংবাদিক মোল্লা জালাল গ্রেপ্তার হন। পরে তাঁকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। অপরদিকে মোল্লা জালালের পক্ষে জামিন আবেদন করা হয়। আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে মোল্লা জালালের জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলায় ওই নারী দাবি করেছেন, সাংবাদিক মোল্লা জালালের সঙ্গে তাঁর ১৭ বছর আগে পরিচয় হয়। দীর্ঘদিন ধরে তাঁকে হয়রানি করে আসছিলেন জালাল। গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টার দিকে মৎস্য ভবনের সামনে মোল্লা জালালের পূর্বপরিচিত এক লোকের সঙ্গে তাঁর (নারী) কথা-কাটাকাটি হয়। পরে সন্ধ্যা সাতটার দিকে হাইকোর্টের সামনে থেকে তাঁকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নেওয়া হয়।

মামলায় ওই নারী দাবি করেন, অজ্ঞাত স্থানে আটকে রেখে তাঁকে মারধর করা হয় এবং তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয়। তবে সাংবাদিক নেতা মোল্লা জালালের পক্ষ থেকে লিখিতভাবে আদালতকে বলা হয়েছে, তিনি নিরপরাধ। হয়রানির উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।