নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাঁচামরার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলার মেয়েদের। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগে ব্যাটিং করলেও বড় পুঁজি পাননি নিগার সুলতানারা। ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৩ রান তুলতে পেরেছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ১০৪ রানের লক্ষ্য পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেইলি ম্যাথিউস।
এদিন দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১২ বলে ৯ রান করে সাজঘরে ফেরত যান ওপেনার সাথী রানী। কারিশরা রামহারাকের বলে উইকেটরক্ষক শেমাইন ক্যাম্পবেলের হাতে স্টাম্পড হন তিনি। আরেক ওপেনার দিলারা আক্তারও বেশিক্ষণ পিচে থাকতে পারেননি। ১৮ বলে ১৯ রান করে রামহারাকের বলে বোল্ড হন তিনি।
এরপর নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি তৃতীয় উইকেটে বড় জুটি গড়েন। ৪৩ বলে তাদের ব্যাট থেকে আসে ৪০ রান। রামহারাকের বলে ইনিংসে দ্বিতীয় স্টাম্পড হওয়ার আগে ২২ বলে ১৬ রান করেন মোস্তারি।
এরপর শুরু হয় আসা-যাওয়ার মিছিল। তাতে যোগ দেন তাজ নাহার (১), স্বর্ণ আক্তার (০) ও রিতু মনি (১০)। তবে অপর প্রান্ত আগলে রাখেন জ্যোতি। রামহারাকের বলে সাজঘরে ফেরার আগে অধিনায়ক জ্যোতি ৪৪ বলে ৩৯ রান করেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন কারিশমা রামহারাক।
‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড দুটি করে জয় নিয়ে এক আর দুই নম্বর জায়গা দখলে রেখেছে। অন্যদিকে স্কটল্যান্ডকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভসূচনা পেয়েছিলো বাংলাদেশের মেয়েরা। দুই ম্যাচে একটি জয় ও একটি হারে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে আছে বাংলাদেশ।
পাঁচ দলের গ্রুপে চারে থাকা বাংলাদেশের সামনে এখনও সুযোগ আছে সেমিফাইনালে খেলার। আজকের ম্যাচে যে দল জিতবে, তারাই টিকে থাকবে সেমির লড়াইয়ে।
বাংলাদেশ একাদশ: দিলারা আক্তার, সাথী রানি, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), তাজ নেহার, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খাতুন, নাহিদা আক্তার ও মারফা আক্তার।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: হেইলি ম্যাথিউস (অধিনায়ক), কিয়ানা জোসেফ, স্ট্যাফানি টেলর, শেমেইন ক্যাম্পবেল (উইকেটরক্ষক), ডিয়েন্দ্রা ডটিন, চিনেল হেনরি, আলিয়া অ্যালেইন, ম্যান্ডি মাংরু, আফি ফ্লেচার, আশমিনি মুনিসার, কারিশমা রামহারক।