<

কোচ নাকি স্কোয়াড, ইউনাইটেডের খামতি কোথায়?

বারবার কোচ বদল করেও ভাগ্য ফিরছে না ম্যানচেস্টার ইউনাইডেটের। ফুটবল বিশ্লেষকদের সাথে কথা বলে ইংলিশ একাধিক গণমাধ্যম বলছে সাফল্য পেতে সবার আগে স্কোয়াডে বড় বদল আনতে হবে রেড ডেভিলদের। এরিকসন, ক্যাসেমিরো, রাশফোর্ড সহ ৮ জন ফুটবলারকে বিক্রি করে নতুন কার্যকারি ফুটবলার কেনার পরামর্শ দেয়া হয়েছে ক্লাবটিকে।

আনুষ্ঠানিক ঘোষণা আগেই হয়েছে। আগমী ১১ নভেম্বর থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের হেড কোচের দায়িত্ব নিচ্ছেন তরুন পর্তুগিজ কোচ রুবেন আমোরিম। নতুন কোচ যোগ দিলেই কি ভাগ্য ফিরবে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটির? গত ১১ বছরে মোট ৯বার কোচ বদল হয়েছে ক্লাবটিতে। যার মধ্যে ৭ জন ছিলেন স্থায়ী আর দুজন অস্থায়ী কোচ।

এরিক টেন হাগ, রালফ রাগনিক, ওলেগানার শোলসায়ার, হোসে মরিনিয়ো, লুইস ফন গাল, রায়ান গিগস, ডেভিড ময়েসের মতো নামি কোচরাওতো ভাগ্য ফেরাতে পারেনি ক্লাবটি।

ইংলিশ গণমাধ্যম বলছে অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর ট্রান্সফার পলিসিতে বড় গড়মিল করে ফেলেছে ক্লাবটি। অদক্ষ আর ওভার রেটেডেড ফুটবলার দলে ভিড়িয়ে মূলত চাপে রেড ডেভিলারা। তাইতো স্কোয়াডে বড় বদল না আনলে আমোরিমের পরিনতিটাও হবে পূর্বসুরিদের মতোই।

ফুটবল বিশ্লেষকরা বলছে দ্রুতই ম্যান ইউনাইটেডের ৮ ফুটবলারকে বিক্রি করা উচিত। ২০২০ সালে ইউরোতে মাথায় ভয়াবহ ইনজুরিতে পড়ার পর খেলায় ফিরে ম্যানচেস্টোর ইউনাইটেডে যোগ দেন ক্রিস্টিয়ান এরিকসন। কিন্তু ৩২ বছর বয়সি এই মিডফিল্ডার ফিরে পায়নি তার সেরা ফর্ম। তার মিস পাসের সংখ্যাটা বাড়ছে ক্রমশ।

দ্বিতীয় নামটি ব্রাজিলিয়ান তারকা ক্যাসেমিরো। রিয়াল মাদ্রিদ থেকে বিশাল ট্রান্সারফিতে ম্যানইউতে আসার পর, প্রথম সিজনটা ছিলো অনবদ্য। কিন্তু বয়সের সাথে ধারাবাহিকতা হারিয়েছেন এই হোল্ডিং মডিফিল্ডার। যার মূল্য দিতে হচ্ছে ম্যানইউকে।

এদিকে চেলসি থেকে আসার পর রেড ডেভিল জার্সিতে দুই মৌসুমেও একাদশে নিয়মিত হতেই পারেননি আক্রমনাত্বক মিডফিল্ডার মেসন মাউন্ট।

তিন ডিফেন্ডারকেও বিক্রির পরামর্শ দেয়া হয়েছে। ভিক্টর লিনডেলফ, লুক শ আর ডিয়েগো ডালোট ম্যানইউতে রাখতে পারেননি সামর্থের প্রমাণ।

ইংল্যান্ডে এই মুহুর্তে সবচেয়ে জনপ্রিয় ফুটবলারদের একজন মার্কোস রাশফোর্ড। মাঠের বাইরে তার সামাজিক উন্নয়ন মূলক কাজ ছড়ায় মুগ্ধতা। কিন্তু মাঠের খেলায় রাশফোর্ড সেই মুগ্ধতা হারিয়ে ফেলেছেনে। তার পাশাপাশি ওভাররেটেড ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্টনিকেও বিক্রির পরামর্শ দিচ্ছেন এক্সপার্টরা।

সবশেষ ২০১২ সালে লিগ শিরোপা জিতেছিলো ম্যানচেস্টার ইউনাইটেড। শেষবার চ্যাম্পিয়নস লিগ তারা জিতেছিলো ১৬ বছর আগে, ২০০৮ সালে।